সিটিজেন চার্টারঃ
ক্রমিক নং | সেবার নাম | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানের পদ্ধতি | সেবা প্রদানের স্থান |
০১ | ভূমি উন্নয়ন কর (Land Development Tax Ordinance)পরিশোধ | তাৎক্ষণিক | Land Development Tax Ordinance ১৯৭৬অনুযায়ী নির্ধারিত হারে ভূমি উন্নয়ন কর আদায় করে দাখিলা প্রদান করা হয়। | ইউনিয়ন ভূমি অফিস |
০২ | নামজারী জমাখারিজ | সর্বোচ্চ ৪৫ দিন | সরকারী ফি ২৪৫/ টাকা, আবেদনের পরবর্তী সময়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার প্রস্তাব এবং কানুনগোর সুপারিশের পর নোটিশজারীর মাধ্যমে উভয় পক্ষের শুনানী গ্রহণ করা হয়। শুনানীর সময় মূল কাগজপত্র প্রদর্শন করতে হয়। এছাড়া এল,টি নোটিশ প্রাপ্তীর সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারী করা হয়ে থাকে। | উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস। |
০৩ | পেরিপেরি ভূক্ত হাটবাজারের চান্দিনা ভিটি অস্থায়ী একসনা বন্দোবস্ত/লীজ প্রদান | ০৭ দিন | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশ সহ প্রস্তাব এর আলোকে লজজের শর্তভংগ না করে নির্ধারিত লীজমানি গ্রহণ পূর্বক লীজ প্রদান এবং নবায়ন এবং ডি,সি,আর প্রদান করা হয়। | উপজেলা ভূমি অফিস
|
০৪ | ভিপি একসনা বন্দোবস্ত নবায়ন | ০৭ দিন | ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশ প্রতিবেদনের আলোকে লীজের শর্ত ভংগ না করলে নির্ধারিত লীজমানি গ্রহণ পূর্বক লীজ নবায়ন এবং ডি,সি,আর প্রদান করা হয়। | উপজেলা ভূমি অফিস
|
০৫ | ভিপি তিনসনা মেয়াদী পুকুর/জলাশয়/ফলের বাগান প্রকাশ্যে নিলামের মাধ্যমে ইজারা/লীজ প্রদান |
| নীতিমালা অনুযায়ী নিলাম কমিটির মাধ্যমে প্রকাশ্যে ইজারা/লীজ প্রদান | উপজেলা ভূমি অফিস
|
০৬ | কৃষি খাস জমি বন্দোবস্ত |
| ১৯৯৭ইং সনের কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী উপজেলা কৃসি খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট প্রেরণ করা হয়। বিস্তারিত তথ্যের জন্য উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করুন। | উপজেলা ভূমি অফিস
|
০৭ | বাজার পেরিপেরি ভূক্ত চান্দিনা ভিটি ভূমি একসনা বন্দোবস্ত |
| প্রকৃত ব্যবসায়ীর অনুকুলে নীতিমালা অনুযায়ী লীজ প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাকের কার্যালয়ে প্রস্তাব প্রেরন করা হয়। | উপজেলা ভূমি অফিস
|
০৮ | খতিয়ান ও নথির সার্টিফাইড কপি প্রদান |
| প্রয়োজনীয় কোট ফি সংযুক্ত করে জেলা রেকর্ড রুম ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবরে আবেদন করতে হবে। জমাখারিজ নথির অর্ডার এবং সৃজিত খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহের জন্য প্রয়োজনীয় কোট ফি সহকারে সহকারী কমিশনার(ভূমি) বরাবরে আবেদন করতে হয়।
| জেলা মহাফেজখানা ও উপজেলা ভূমি অফিস
|
০৯ | সার্টিফিকেট মামলা |
| বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য Public Demand Recovery Act.1913অনুযায়ী আদায় করা হয়। | উপজেলা ভূমি অফিস
|
১০ | তথ্য, পরামর্শ ও অভিযোগ এর জন্য | তাৎক্ষণিক | উপজেলা ভূমি অফিসের তথ্য, পরামর্শ, অভিযোগ, রেজিঃ ডাকযোগে অথবা ভূমি সংক্রান্ত যেকোন তথ্য, পরামর্শ এর জন্য উপজেলা ভূমি অফিসে অথবা ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করা যায়। | উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস।
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস